আমার বাংলা এমন ভাষা

বাংলা ভাষা (ফেব্রুয়ারী ২০১৩)

নীলকণ্ঠ অরণি
  • ২৫
  • ৭৫
আমার এমন তুলতুলে এক বাংলা ভাষা
বুকের নরম ওমের ভেতর এককেবারে সেপটে থাকে
কাদামাটির মতই যেন হেথায় সেথায় লেপটে থাকে
হাতে নিলেই তিড়িং-বিড়িং
ছটফটিয়ে নড়তে থাকে
নড়তে থাকে নড়তে থাকে
প্রজাপতির পাখা মেলে চারিদিকে উড়তে থাকে
উড়তে থাকে উড়তে থাকে
উড়ে উরে ঘুরে ঘুরে বর্ণরা সব জমতে থাকে
জমাটবাধা বর্ণমালা শব্দ হয়ে গড়তে থাকে
মাথার ভেতর শব্দ মেলা ধীরে ধীরে বাড়তে থাকে
বাড়তে থাকে বাড়তে থাকে
বাড়তে বাড়তে হঠাৎ করে জীবন পেয়ে লাফিয়ে উঠে
প্রাণবন্ত শব্দগুলো তা-ধিন তা-ধিন নাচতে থাকে
নাচতে থাকে নাচতে থাকে
মিষ্টি করে বকে দিলে দুষ্টুরা সব হাসতে থাকে
হাসতে থাকে হাসতে থাকে
খিলখিলিয়ে হাসতে থাকে
শূন্যে তারা গা এলিয়ে আপনমনে ভাসতে থাকে
ভাসতে থাকে ভাসতে থাকে
একটা সময় খপ করে যেই ধরেই তাদের মুঠোয় পুরি
মুঠো খুলে একে একে খাতার ভেতর বন্দী করি
নানা রঙ্গে রঙ্গিন হয়ে কাব্য হয়ে উঠতে থাকে
কাব্য হয়ে উঠতে থাকে
গল্প হয়ে উঠতে থাকে
উঠতে থাকে নামতে থাকে
ভাসতে থাকে ডুবতে থাকে

আমার এমন মিষ্টি মধুর বাংলা ভাষা
মুখে দিলেই অমৃত স্বাদ তৃপ্তি নিয়ে ঢেঁকুর তুলি
রাগের মাথায় ইচ্ছে হলেই গালির ঝাঁপি খুলে ফেলি
ঘুমের ভেতর স্বপ্ন দেখি
জেগে উঠেই মা’কে ডাকি
সব খানেতেই বাংলা আমার আপন মনে চলতে থাকে
চলতে থাকে চলতে থাকে
আমার এমন আদুরে এক বাংলা ভাষা
এই ভাষাকেই অবহেলায় আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলি
পায়ের কাছের নোংরা ভেবে লাথি দিয়ে দূরে ঠেলি
ভিনদেশী সব লজেন্স চুষে জিহ্বাটাকে পানসে করি
তারপর সব লজ্জা ভুলে
বছরের ওই একদিনইতো লাগাই ওতে ফুলের ঝুড়ি
বছর ঘুরে যখন আসে সেই একুশে ফেব্রুয়ারি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ খুব আপন করে ভাষাকে তুলতুলে আদরে কবিতায় সাদরে ...দারুন ধরলে তুলে
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১৩
সূর্য চমৎকার ছন্দের একটা দ্যোতনা যেন ঝরে পরছে পুরো কবিতায়। "পুরো কবিতায় অসম্ভব ভাল লাগাটা এখানে "এই ভাষাকেই অবহেলায় আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলি পায়ের কাছের নোংরা ভেবে লাথি দিয়ে দূরে ঠেলি ভিনদেশী সব লজেন্স চুষে জিহ্বাটাকে পানসে করি" এসে কেমন ম্লান হয়ে গেল। কথাগুলো হয়ত সত্যি তবে বাংলা ভাষাকে এমন অবহেলার ভাবতে ভাল লাগে না কখনোই। হয়তো যারা এমন করে তাদের একটা খোচা দেয়াই তোমার ইচ্ছে। অনেক অনেক ভাল লাগা জেনো।
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০১৩
তানি হক খুব সুন্দর আপুনি ...শুভেচ্ছা জানাই
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১৩
নাইম ইসলাম সাবলীল বর্ণনা, চমত্‍কার! অনেক অনেক ভালো লাগলো অরণি | সুভকামনা .....
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৩
বশির আহমেদ আমার এমন মিষ্টি মধুর বাংলা ভাষা//মুখে দিলেই অমৃত স্বাদ তৃপ্তি নিয়ে ঢেঁকুর তুলি//রাগের মাথায় ইচ্ছে হলেই গালির ঝাঁপি খুলে ফেলি//ঘুমের ভেতর স্বপ্ন দেখি//জেগে উঠেই মা’কে ডাকি” অনাধারণ কাব্য কথন । কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই ।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৩
মোঃ আক্তারুজ্জামান আমার এমন মিষ্টি মধুর বাংলা ভাষা মুখে দিলেই অমৃত স্বাদ তৃপ্তি নিয়ে ঢেঁকুর তুলি- ভাল লাগলো|
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০১৩
মোহাঃ ফখরুল আলম অনেক অনেক ধন্যবাদ আপনাকে , ভালো লাগলো |
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
আহমেদ সাবের কবিতাটায় ভাষার দুটো স্বত্বাকে তুলে ধরা হয়েছে - প্রথম ভাগে ভাষা একটা চঞ্চল কিশোর, যাকে "মিষ্টি করে বকে দিলে দুষ্টুরা সব হাসতে থাকে"। আর দ্বিতীয় ভাগে, মাতৃস্বত্বা - "জেগে উঠেই মা’কে ডাকি" আর সাথে সাথে কিছু ক্ষোভও প্রকাশ করা হয়েছে - "ভিনদেশী সব লজেন্স চুষে", "বছরের ওই একদিনইতো লাগাই ওতে ফুলের ঝুড়ি"। কেন জানি মনে হলে, প্রতিটা ভাগই এক একটা সম্পূর্ণ কবিতা, যার প্রথমটা তুলনামূলক ভাবে বেশী ভালো লেগেছে। দৃষ্টি আকর্ষণ - উড়ে উরে (উড়ে উড়ে )।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
বানান ভুল গুলো দেখে আমার নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে। ভালোমত চেক না করার কারনেই এই অবস্থা। ক্ষমা চাচ্ছি
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৩
মোঃ গালিব মেহেদী খাঁন অনেকদিন পড়ে একটি কবিতার মাঝে ডুবেছিলাম তবে শেষটাতে কেমন মিইয়ে গেলাম। তবু বলব অনবদ্য।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১৩
কনা প্রথমে সেপটে শব্দটা কেন যেন চোখে বেশ লাগছিল ।কিন্তু পুরোটা পড়তে-পড়তে নিজের ভেতর একধরনের ভাললাগার রিদম্ এলো। শুভকামনা কবির জন্য
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৩

০৩ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫